মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার সকালে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে নিজ হলরুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টিও- ৪৫) প্রকল্পের বাস্তবায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে উপস্থিত থেকে প্রতিবন্ধিতার মাত্রা নিরুপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন পাবনা মানসিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সৌবর্ণ রায় বাধন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিককেল মেডিকেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আতিকুর রহমান আতিক, যশোর অভি হিয়ারিং সেন্টারের অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী,পাপড়ীর আর আর সি ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন, ডিআইডি -টু- ৪৫ প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেনসহ সকল কর্মরত স্টাফবৃন্দ।