মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজ ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অত্র কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের দাতা সদস্য আব্দুল বারিক খন্দকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম, সহকারী অধ্যাপক দুলাল হোসেন, সাইদুর রহমান, বারুহাঁস ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আসাদুসজ্জামান আসাদ, প্রভাষক আব্দুস সোবাহান, মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রশিদ , আলী হাসান, বেলাল হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, শিক্ষার্থী সাথী খাতুন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে নবাগত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে সংর্বধিত করা হয়।