মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার, আদালতে চার্জসিট প্রদান ও হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ শেষ করার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাব ও কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকরা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে আয়োজিত এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম,
কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ শেষ করে খুনিদের ফাঁসির রায় দেয়ার সার্বিক ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানান। তুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। মানববন্ধনে কাজিপুর প্রেসক্লাব ও কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#