গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর হাসাদিয়া এলাকায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (১১ আগস্ট ২০২৫) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতে ছিলেন। ওই সময় প্রতিবেশী মোঃ গোলাম জাহাঙ্গীর (৪২), মোঃ আল মামুন (৩০)সহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।
ভুক্তভোগীর দাবি, ১ ও ২ নম্বর আসামি পেছন থেকে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় অজ্ঞাতনামা সহযোগীরা তার হাত-পা চেপে ধরে রাখে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে নীলাফোলা জখম করে। ভুক্তভোগী বাধা দিলে অভিযুক্তরা গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা চালায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দৌড়ে পালিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আরও জানান, আসামিরা এলাকার উশৃঙ্খল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী। তারা দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা করে আসছিল এবং ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে।
ভুক্তভোগী বলেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এএসআই মোঃ স্বপন আকন্দ তদন্ত করতে এসে আমার সাক্ষাৎকার সহ সাক্ষীদের কথাবার্তা রেকর্ড করে নেন।
ভুক্তভোগীর দাবী পুলিশ তদন্ত করে যাওয়ার পর বেপরোয়া হয়ে উঠেছে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহপাঠীরা। যে কোন সময় আমার বাড়ি ভাংচুর সহ গোয়াল ঘরের গরু সহ লুটপাট করার হুমকি দিয়ে আসছে।