মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন বাবু নামের এক প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর এবং জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন বাবুর পুত্র বুলবুল ইসলাম। এই ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় আরও দ্জুনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমির হোসেন বাবু উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মৃত আজিত তালুকদারের পুত্র এবং বেলতৈল ইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল নয়টায় রৌহাবাড়ি চারমাথা নামক স্থানে সোনামুখী থেকে যাত্রীবোঝাই একটি অটোরিক্সার বিপরীত দিক থেকে আসা নির্জনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি উল্টে দুমড়ে মুছড়ে যায়। লোকজন এসে গুরুতর আহতদের উদ্ধার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সা ও বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। # ( ছবি আছে)
মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
২১/৮/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩