মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলামের চাকুরি থেকে অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাকুরি থেকে অবসর উপলক্ষে শিক্ষক মিলনায়তনে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুন নূর। পরে বিদায়ী অধ্যক্ষ তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন । এসময় তিনি দায়িত্বপালনকালীন সময়ে সহযোগিতা করার জন্যে সহকর্মিদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ফরিদুল ইসলাম ১৯৯৮ সালে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রাপ্ত হন। এরপর ২০১২ সালে একই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। (ছবি আছে)
মাহমুদুল হাসান শুভ , সিরাজগঞ্জ
২১/৮/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩