নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২,র সদস্যরা। সিরাজগঞ্জ র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৩ আগস্ট) শনিবার রাত ২:১০মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ এক জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, মোছাঃ রেকশোনা বেগম (৩২), পিতা- মোঃ উলাল উদ্দিন, সাং-বালুর চর, ইউনিয়ন-১৪নং কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।