মজিবর রহমান
সিরাজগঞ্জে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১২ ।
সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সাতটিকরী তালতলা বাজার এলাকায় ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর’’ গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সিরাজগঞ্জ র্যাব ১২,র সদস্যরা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক কারবারিকে আটক করেছে।এ সময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করেছে।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন,জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মোঃ মাসুদ রানার স্ত্রী মোছাঃ সাথী আক্তার (৩০), মোঃ আবু তালেব খানের স্ত্রী মোছাঃ আজেদা বেগম (৪৪) ও মোঃ আব্দুল খালেকের মেয়ে মোছাঃ শারমিন আক্তার (৩১)। সিরাজগঞ্জ র্যাব-১২, সদর দপ্তর থেকে বুধবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।