নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১২। আটককৃত মাদক কারবারি হলেন- নওগাঁ জেলার বদলগাছি থানার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো:সাদ্দাম হোসেন(৩০)।বিজ্ঞপ্তিতে জানানো হয়,শুক্রবার (৫সেপ্টেম্বর) ভোর সারে ৫ টায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার মধ্যভদ্রঘাট এলাকার কাশেম মোড়ের পশ্চিম পাশে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার।