মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে ও রাতে চালানো হয়। এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন ভেটুয়া জগন্নাথপুর গ্রামের আতা খাঁর এর পুত্র লালন খা (৩৫) এবং রৌহাবাড়ী গ্রামের মৃত লতিফ এর পুত্র নান্নু শেখ (৩৫) ও একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র গোলাম মোস্তফা (৩৬)
এর মধ্যে মৃত আসামী লালনের নিকট থেকে নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। আর অপর দুই আসামী মাদ্রকদ্রব্য সেবন করে রাস্তায় মাতলামী করা অবস্থায় তাদের গ্রেপ্তার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। আসামীরা মাদক সেবন করেছে মর্মে কতব্যরত ডাক্তার জানালে পুলিশ তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। (ছবি আছে)