মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ৷
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনা মনসুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা এগারটায় কলেজের দ্বিতীয়তলার হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত এর পর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিতি পর্বের পর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর নবাগত শিক্ষার্থীদের কলেজের পরিচয় পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন ও জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। পরে সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। # (ছবি আছে)
মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
১৫/৯২৫ ০১৭৯২৯৯৭৫৪৩