স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি মো. রাকিবুল করিম খাঁন পাপ্পু মতবিনিময় করেছেন তাড়াশ প্রেসক্লাবে কর্মরত সংবাদ কর্মীদের সাথে।
শনিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূঞাগাতী পাপ্পুর নির্মানাধিন নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের , সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সাজু, , উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য মো. সোলায়মান হোসেন শিহাব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান আলী, সাবেক ইউপি সদস্য মকুলী খাতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা- কর্মীরা।