
মজিবর রহমান
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সদর কম্পানির অফিসার সহকারী পুলিশ সুপার মো:উসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের মৃত জানে আলীর ছেলে আলী নেওয়াজ খোকন (৫৬), ও নারায়ণগঞ্জ জেলার সদর থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত নিতাই চন্দ্রের ছেলে রিপন চন্দ্র মন্ডল (৫০)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যায় র্যাব-১২ এর একটি চৌকস অভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৩০০ টাকা জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি দ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।