মাহমুদুল হাসান শুভ ধুনট (বগুড়া)
ধুনট তাবলীগ জামাতের মজবুত মুরুব্বি
প্রফেসর রেজাউল করীম সাহেবের
ছোট ছেলে হাফেজ হুজাইফা মাহমুদ
গত ১৪-০৯-২৫ ইং তারিখে আনুমানিক
রাত ০৯: ৩০ মিনিটে কাসেমুল উলুম জামিল মাদ্রাসা থেকে পলায়ন করেছেন বলে আমাদের জানানো হয়। তিনি এই মাদরাসার নাহবেমীর জামাতে ছাত্র ছিলো, তার বয়স আনুমানিক ১৭ বছর হবে ।
মাদ্রাসার শিক্ষক আমাদের বলেন এই ছাত্র সম্যাসা ছিলো, তার নিজের উপরই যে,সে পরছে কিন্তু পড়া মনে থাকে না। তাই সে মাদ্রাসা ত্যাগ করেছেন। তাই অনুরোধ করছি যদি কোন ওলামায়ে কেরামের নিকটে খেদমত নিয়ে থাকে তাহলে আমাদের কে জানাবেন আমরা ওনার চাহিদা উনপাতে রাখবো। খেদমত করতে চাইলে করাবো পড়তে চাইলে পড়াবো ইনশাআল্লাহ। তাকে যদি কোথাও পাওয়া যায় দয়া করে নিম্নে ঠিকানায় পৌঁছে দিবেন অথবা আমাদের ফোন দিবেন।
যোগাযোগের ঠিকানা
ধুনট মডেল মসজিদ মহল্লায়, ধুনট বগুড়া।
মোবাইল ০১৭৫১১৮০০৭১
০১৭১৮৩২৫২৭২