রাজিকুল ইসলাম, সিংড়া (নাটোর):
"আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৮ অক্টোবর), ২০২৫ তারিখে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জনাব মাজহারুল ইসলাম কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুশিক্ষিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের স্বপ্নপূরণে সমাজ ও পরিবারকে আরও বেশি সংবেদনশীল হতে হবে।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার। তিনি কন্যাশিশুদের সুরক্ষা এবং তাদের জন্য গৃহীত সরকারি বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনার কথা আলোচনা করেন। এছাড়াও, সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় উপস্থিত শিক্ষার্থীরা দিবসটির গুরুত্ব এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নিজেদের মতামত তুলে ধরে। সকলের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনামূলক পরিবেশে সভাটি শেষ হয়।