গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়মনসিংহ জংশন থেকে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ পরেই বগির একাংশে আগুন দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামতে শুরু করেন। ট্রেনের চালক ও কর্মীরা তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন এবং অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। তাদের দ্রুত তৎপরতার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটার পরপরই ট্রেনটি ময়মনসিংহ জংশনে ফিরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রেনের ইঞ্জিন অংশে সামান্য বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোনো হতাহত হয়নি, এটি সবচেয়ে স্বস্তির বিষয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।