অনিক দাশ, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: আরোফিন জুয়েলের
নির্দেশে এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়ার তত্ত্বাবধানে রবিবার (১৬ নভেম্বর) দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান 'ডমিনেন্স অপারেশন' চলাকালীন পরিচালিত হয়েছে।
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। অভিযানের সময় পুলিশ সদস্যরা যানবাহন থামিয়ে তল্লাশি চালান এবং সন্দেহভাজনদের প্রতি সতর্ক নজরদারি বজায় রাখেন। এরপর, উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা করতে জোরদার টহল পরিচালনা করা হয়।