অনিক দাশ ; খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক কেদারাছড়া বিওপির সীমান্ত এলাকায় ভোরে অভিযান চালিয়ে ৪২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৫:৩০ মিনিটে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্ত পিলার নং ২২৬২/২২ এলাকায় এই গরুগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।বিজিবির টহলদল গোপন সূত্রের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল এবং তখন তাঁরা পরিত্যক্ত অবস্থায় গরুগুলো দেখতে পান। কারণ, গরুর সাথে কোনও মালকদের সন্ধান না পাওয়ায় ধারণা করা হচ্ছে যে, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেছে।
অভিযানের সময় বিজিবি একটি ওয়াকিটকি ডিভাইসও উদ্ধার করে। বিজিবি কর্মকর্তারা উল্লেখ করেছেন, সীমান্তে গবাদিপশু চোরাচালানের জন্য ওয়াকিটকি ব্যবহার করা উদ্বেগজনক। আটককৃত গবাদিপশুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা, যা কাস্টমস ও ভ্যাট সার্কেলে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।