নিজস্ব প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২, সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, দিনাজপুরের যৌথ আভিযানিক দল গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ নূরছাপা (৩৫)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মোঃ ইসাহাক আলীর স্ত্রী।র্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে তারিখে হাকিমপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩য় দিনাজপুর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই মোছাঃ নূরছাপা পরিচয় বদলে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, দীর্ঘ নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।