শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিনাজপুরে আটক ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক সলঙ্গায় বক পাখি অবমুক্ত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার, সম্পাদক আমিনুল হক বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদ পুনর্মিলনী উৎযাপন

প্রতিবেদকের নাম : / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পবিত্র ঈদুল আযহা পরবর্তী আনন্দ উৎযাপনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনটির দেশে অবস্থানরত সদস্য মন্ডলী ও তাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, সাপ্তাহিক ফুলখড়ির সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে দিদারুল ইসলাম বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ে অসহায়দের সহযোগীতা করে যাচ্ছে। ফুলবাড়ীয়ার প্রান্তিক পর্যায়ে তাদের সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রুহুল আমিন, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা আব্দুল্লাহ আল কাফি শিহাব, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, আবুল হোসাইন, উপদেষ্টা মজিবুর রহমান খান, বাসির চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সহ সাংগঠনিক সম্পাদক মোনতাছির রহমান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী রাকিব হোসেন, সমাজসেবক কবি জালাল উদ্দীন, সংগঠনটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, মনির হোসাইন, নাজমুল হাসান, হাবিবুর রহমান ও ইমরান হোসাইন সহ অন্যান্যরা।

পরে উপস্থিতিদের অংশগ্রহণে রেফেল ড্র ও দুপুরের লাঞ্চ আয়োজন করা হয়। এতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ ১৪ জনকে পুরস্কৃত করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সংগঠনটির সকল পর্যায়ের সদস্যদের অংশ গ্রহণে ফটোসেশান করা হয়।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনটির সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর...
এক ক্লিকে বিভাগের খবর