তাড়াশে জামায়াতের সুধি সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল দশটায় তালম ইউনিয়ন জামাতের সভাপতি ডাক্তার ইসাহাক আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল। তিনি বলেন আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী হয়ে বৈষম্য বিরোধী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে থাকতে হবে। সিরাজগঞ্জ -৩ তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.প্রফেসর মাওলানা মোঃ আঃ সামাদ কে বিপুল ভোটের মধ্যেমে বিজয়ী করতে সকলের নিকট প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলায়েন, সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, পৌর সভাপতি মাওলানা কাওছার হাবিব, তাসলিম উদ্দিন, খন্দকার আঃ বারি প্রমুখ। সমাবেশ শেষে তালম ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।








