শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিনাজপুরে আটক ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক সলঙ্গায় বক পাখি অবমুক্ত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার, সম্পাদক আমিনুল হক বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে, যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, ‘The evidence is clear; invest in prevention, break the cycle. StopOrganizedCrime.’ দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে টাউন হল পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেন, কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কেবল একদিনের প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়, এর বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনা, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ কেড়ে নেয়। ভালোমন্দের জ্ঞান হারিয়ে মাদকাসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

প্রধান অতিথি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রথমেই প্রয়োজন প্রতিরোধ। মানসিকতার পরিবর্তন করা না গেলে কেবল শাস্তির মাধ্যমে মাদক থেকে ফেরানো কঠিন। তাই মাদকাসক্ত ব্যক্তির সুস্থ মানসিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। দেশের বাইরে থেকে মাদক প্রবেশের চ্যানেলগুলো বন্ধ করতে হবে। দেশের আপামর জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মাদককে ঘৃণা করতে হবে, মাদকসেবীকে নয়। বরং মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।

মাদকের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচকগণ সভার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন। বিভিন্ন আলোচকের বক্তব্যে মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়। মাদকের বিস্তার রোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও মাদকসেবীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে স্কাউট সদস্য, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, পুনর্বাসন কেন্দ্রের উদ্যোক্তা, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর...
এক ক্লিকে বিভাগের খবর