স্বামীর বাড়ি নির্যাতনের শিকার কাজিপুরের লিমা- থানায় অভিযোগ
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্বামী ও সতীনের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন লিমা খাতুন(২৮) নামের এক গৃহবধু। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের খোদাবক্সের মেয়ে। এই ঘটনায় ওই গৃহবধু ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার থানায় দেয়া অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে,গত দশ বছর পূর্বে ধুনট উপজেলার নয়াচান্দিয়ার গ্রামের গোলাই মন্ডলের পুত্র সাইফুল ইসলাম এর সাথে পারিবারিকভাবে লিমা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে নয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। গত ৬/৯/২০১৯ তারিখে সাইফুল ইসলাম রাগের বশবর্তী হয়ে লিমা খাতুনকে খোলা তালাক প্রদান করে। এরপর লিমা খাতুন বাপের বাড়িতেই ছিলেন। এরপর গত ১৭/১/২০২৩ তারিখে মুসলিম শরিয়া অনুযায়ী তিনলক্ষ টাকা দেনমোহরানায় দ্বিতীয়বার লিমাকে বিয়ে করেন পূর্বের স্বামী সাইফুল ইসলাম। এরপর থেকে তারা একসাথেই সংসার করে আসছিলেন। সাইফুল ইসলাম স্ত্রী সন্তানকে বাড়িতে রেখে ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় চাকুরিগ্রহণ করেন। এরই এক পর্যায়ে সাইফুল ইসলাম লিমাকে না জানিয়ে জাকিয়া খাতুন নামের এক মহিলাকে বিয়ে করেন।
এমতাবস্থায় পারিবারিক কলহের জের ধরে গত ১৯/৭ ২০২৫ তারিখ সকালে সাইফুল, তার দ্বিতীয় স্ত্রী জাকিয়া খাতুনসহ অভিযোগে বর্ণিত নামিক ব্যক্তিগণ পূর্বপরিকল্পিতভাবে লিমা খাতুনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে লিমা খাতুনকে চুলের মুঠি ধরে এলোপাথারি কিল,চড়,ঘুষি মারতে তাকে এবং প্রাণনাশের হুমকী প্রদান করে। এক পর্যায়ে লিমা খাতুন চরম অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার ধুনট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্যে ভর্তি হন।
লিমা খাতুন জানান, আমার সন্তানের ভবিষ্যত নিয়ে আমি শঙ্কিত। প্রশাসনের নিকটে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
২৬/৭/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩








