তাড়াশে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে আই সি টি ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ
২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচ এস সি আইসিটি ( ICT) বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ১০২ জন শিক্ষার্থীর নিকট থেকে অবৈধ ভাবে ২০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৩/০৮/২০২৫) সকালে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে। অবশ্য কেন্দ্র সচিব অত্র কলেজের উপাধ্যাক্ষ মো. শাহাদাত হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, টাকা আদায় আইসিটি বিভাগের শিক্ষক মহব্বত উল্লা ও সুলতান মাহমুদ করেছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, ব্যবহারিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ২০০ করে টাকা প্রত্যেক পরীক্ষার্থী না দিলে নম্বর কম দেওয়া হবে এবং এতে পরীক্ষায় ভালো ফল থেকে তারা বঞ্চিত হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ওই কলেজের কম্পিউটার বিভাগের স্যারেরা। তারা আরো বলে, বাকী ব্যবহারিক পরীক্ষাতেও ২০০ টাকা করে দিতে হবে।
এ বিষয়ে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি ধরেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ব্যবহারিক পরীক্ষার নামে কোন টাকা আদায় করা যাবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








