কাজিপুরে যুবলীগ নেতা গ্রেফতার
মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
কাজিপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ওই নেতাকে আদালতে প্রেরণ করেছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
গ্রেফতার ওই যুবলীগ নেতা উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হকের পুত্র। তিনি দুবলাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত ও গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যান জিয়াউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয় জনতা তাঁকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকিয়ে বাইরে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এই ঘটনার বর্ণনা দিয়ে জিয়াউর রহমান সকালে তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি লাইভ করেন। সেখানে তিনি দাবী করেন তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসময় প্রশাসনের সহযোগিতাও চান তিনি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম রাতে বলেন, ‘স্থানীয়রা জিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪.০৮.২০২৫ ০১৭৯২৯৯৭৫৪৩








