তারাকান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিদ্যালয় কতৃপক্ষের সংবাদ সম্মেলনে অভিযোগ
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঐতিহ্য সম্বলিত তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। এ বিষয়ে স্কুলের ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষের ক্ষুব্ধ নেতিবাচক প্রতিক্রিয়া সরেজমিনে দেখা যায়।
গত ৩ সেপ্টেম্বর (বুধবার) বাদ আসর তারাকান্দা স্কুল রোডের তালতলা ( নতুন বাজার) এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক স্বপনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুল মালেক আর্মি। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক ও সাবেক সেনা সদস্য।
বহুমুখী স্কুলের সকল শিক্ষকের সকলের উপস্থিতিতে, বিশেষ করে সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান, কামরুন নাহার, হনুফা খাতুন, মোঃ আব্দুল বাছেদ, সুলতানা ফাহমিদা খানম, আলোলিকা দেবী, মোঃ আরিফুল হীমলাম অফিস সহকারী, অফিস সহায়ক মোঃ শহীদুল্লাহ সমন্বয়ে জনাব আব্দুল মালেক সাহেব অভিযোগ করেন, ১৯৮৬-৮৭ সালে তারাকান্দা গ্রামের মফিজ ফকির তারাকান্দা মৌজার সাবেক দাগ নং-১৬৩-১৬৪ ও হাল দাগ নং-১১১১-১১১২ রেকর্ডভুক্ত ৩৪ শতক ভূমি বিদ্যালয়কে দান করেন। জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তখন থেকে জমিটি বিদ্যালয় কতৃপক্ষের দখলে রয়েছে। বর্তমানে ঐ জমিতে ৯০ ফুট দীর্ঘ ঘরে ৪টি দোকান নির্মিাণ করে ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি অংশে রয়েছে একটি পুকুর। ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন।
কিন্তু গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে দেলুয়ার মন্ডল, বাবুলসহ ১০-১৫ জনের একটি দল দোকান ভাড়াটিয়াদের দোকান ছাড়ার জন্য হুমকি দেয় ভুক্তভোগী ভাড়াটিয়া সদস্য এমন বক্তব্য ই দেন । না ছাড়লে প্রাণনাশেরও হুমকি প্রদান করা হয়। পরে বিষয়টি বিদ্যালয় কতৃপক্ষ স্থানীয় প্রশাসনের নজরে আনে। তবে বিশেষ ভাবে ক্ষুব্ধ বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদার।
এসময় সংবাদ সম্মেলনে প্রবীন সাংবাদিক রফিক বিশ্বাস,
সাংবাদিক সেলিনা আক্তার, মফিজ উদ্দিন তালুকদার, গোলাম কিবরিয়া পলাশ, আবু সাঈদ, বায়জিত লিটন, ফজলে এলাহি ঢালী, শাহীন আলম, নাজমুল হক, শরিফুল আলম রাসেল, আলমগীর হোসেন, জিয়াউল হক নোমান, মোঃ সোহেল মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার সংবাদ সম্মেলনে দায়িত্বের সাথে অংশগ্রহণ করেন।
আরও উপস্থিত ছিলে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্রজনতা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দেলুয়ার মন্ডলকে বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।








