সিরাজগঞ্জে জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার
মজিবর রহমান
সিরাজগঞ্জে ৪৮৫০০ টাকার ৮০ টি জাল নোট সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২,র সদস্যরা। সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়)এলাকার নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে বাংলাদেশী এক হাজার টাকার ২৯ টি, পাঁচ শত টাকার ৩১ টি ও দুই শত টাকার ২০ টি সর্বমোট ৪৮৫০০ টাকার ৮০ টি জাল নোট সহ মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামে এক জাল টাকার কারবারিকে আটক করেতে সক্ষম হয়েছে। এসময় ৮,৯৯০ খাঁটি টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। আটককৃত আসামী রঞ্জু আহমেদ সিরাজগঞ্জ জেলার সদর থানার সিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে। সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মিদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।এবং সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।








