উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫ এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীরা এখন বইয়ের বাইরেও নিজেদের মেধা ও প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশু সৃষ্টিগতভাবে প্রতিভাবান সেই প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং তাদের মধ্যে ছোটবেলা থেকেই প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহ জোগাবে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, আমি নিজেও ছোটবেলায় এমন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে জানি এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং সৃজনশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদ আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, মেরিনা সুলতানা, হারুন সিকদার, রুবি খান, আশীষ কুমার তরফদার, মিতালী বণিক, মো. সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস। আলোচনা শেষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিজয়ী মেধাবীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত (১৭ সেপ্টেম্বর) উপজেলার ৯টি ক্লাস্টারের আওতাধীন ১১টি ইউনিয়ন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মোট ৯১০ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ক্লাস্টার থেকে ১০ জন করে নির্বাচিত হয়ে উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।








