সলঙ্গায় পাথরের শিবলিঙ্গ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
ইতিহাস আর ঐতিহ্যের এক মহামূল্যবান নিদর্শন উদ্ধার হলো সিরাজগঞ্জের সলঙ্গা থেকে। শুক্রবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর এক ঝটিকা অভিযানে প্রায় ৯৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। প্রত্নসম্পদটি বিদেশে পাচারের আগেই এক পাচারকারী চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের চৌকস দলটি বাড়ির একটি টিনের ঘরের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৯৪.২৬ কেজি ওজনের শিবলিঙ্গটি খুঁজে পায়। এর গঠনশৈলী ও ওজন এটিকে প্রত্নতাত্ত্বিক বিবেচনায় অত্যন্ত মূল্যবান করে তুলেছে।
ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতরা হলেন—মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), মো. শহিদুল ইসলাম (৫২) এবং মো. কফিল উদ্দিন (৪৮)।
র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, এই ঐতিহাসিক নিদর্শনটি বিপুল অর্থের বিনিময়ে বিদেশে পাচারের জন্য তারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের অমূল্য সম্পদ রক্ষায় তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং এই চক্রের নেপথ্যে থাকা অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








