আনু’র সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা: লিফলেট বিতরণের মধ্য দিয়ে নাটোর-৩ আসনে নির্বাচনী উত্তাপ সৃষ্টি
আমিনুল হক সিংড়া, নাটোর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬০-নাটোর ৩-সিংড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা এবং নির্বাচনী লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-র সমর্থনে সিংড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা সম্বলিত লিফলেটও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সিংড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়কের দু’পাশে সাধারণ মানুষ ও দলীয় সমর্থকরা হাত নেড়ে প্রার্থীকে স্বাগত জানান।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-র সমর্থনে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, এই ধরণের গণসংযোগ কার্যক্রম সাধারণ ভোটারদের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।








