খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু
অনিক দাশ খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির ২৯৮ নং নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে প্রচারণায় মেতে উঠেছে জেলা বিএনপি। শুক্রবার (১৪ নভেম্বর) দীঘিনালা উপজেলা বিএনপির আয়োজনের অধীনে বোয়ালখালী ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের লিফলেট বিতরণ ও প্রচারণা পরিচালনা করেন জেলা এবং উপজেলা বিএনপির নেতারা
দিনভর চলা এই প্রচারণার নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। তাকে সহযোগিতা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
নেতারা বিভিন্ন পথসভা, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের জন্য জনসমর্থন প্রার্থনা করেন। এ সময় ওয়াদুদ ভূইয়াকে ‘দুর পাহাড়ের মাটি ও মানুষের নেতা’ হিসেবে আখ্যা দিয়ে তার উন্নয়ন কাজগুলো মানুষের সামনে তুলে ধরেন তারা।








