সলঙ্গায় কুঠিপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় কুঠিপাড়ায় দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার উদ্যোগে গতকাল শনিবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২ঘটিকা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে এম রায়হান হাবিব রাশেদ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম,বড় মগবাজার লালজান শাহী জামে মসজিদের খতিব,বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামি আলোচক জাতীয় পর্যায়ের একাধিকবার পুরস্কার প্রাপ্ত
হযরত মাও: ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজী। দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেন সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাও: তাজউদ্দিন ফিরোজী।তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেন সলঙ্গা কুঠিপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতি রুহুল আমিন রওয়াহাসহ অন্যান্য ওলামায়েকেরামগণ। এসময় উক্ত ওয়াজ মাহফিলে অত্র প্রতিষ্ঠান থেকে এবছর ১জন হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি (সম্মানী পাগড়ী) প্রদান করা হয়েছে।পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত শেষে আগত মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।








