সিংড়ার কৈগ্রামে বিএনপির ‘উঠান বৈঠক’: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া
আমিনুল হক,সিংড়া (নাটোর):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সুফল’ সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলা কৈগ্রাম স্কুল মাঠে এক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, (২৭ নভেম্বর) সন্ধ্যায় কৈগ্রাম স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ১২নং রাঃ খাজুরা ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক, সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আগামী ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ।
প্রধান অতিথি দাউদার মাহমুদ তার বক্তব্যে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক খাতে যে ইতিবাচক পরিবর্তন আসবে, সেই বিষয়ে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন আগামীতে এই পরিবর্তনের পক্ষে আওয়াজ তোলেন।
অনুষ্ঠানে ১২নং রা: খাজুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব চয়েন উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সদস্য সচিব তাইজুল ইসলাম, সিংড়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব আব্দুল মালেক, সিংড়া উপজেলা শ্রমিক দলের অহবায়ক ওমর ফারুক, সিংড়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুবনেতা আবু সাঈদ পলাশ, আব্দুল আল মমিন, ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, নাজমুল হুদা টিপু, মাহফুজুল হক, ইউসুফ আলী, আইয়ুব আলী, জালাল উদ্দিন, শাহ আলম আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল বাশার শিপন, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বাবুল প্রামানিক সহ ১২নং রাঃ খাজুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কল্লোল
এর সঞ্চালনায় উঠান বৈঠকটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি আনসার আলী সেতু এবং ৭নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মিলন আহমেদ।
উঠান বৈঠক শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষে বিশেষ দোয়া করা হয়। নেতৃবৃন্দ তার দ্রুত আরোগ্য কামনা করেন।








