সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৪’র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা,ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আজ রবিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি হাই স্কুল মাঠ থেকে শুরু করে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কদমতলায় সংক্ষিপ্ত বক্তব্য দেন-থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সম্পাদক আব্দুল আলীম সরকার প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর গুলি চালিয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হাদির উপর গুলি কেন, প্রসাশন জবাব চাই।
স্বৈরাচারীর আস্তানা, এই দেশে হবে না।
চট্টগ্রামে গুলি কেন, প্রসাশন জবাব চাই।
এরকম বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো বিক্ষোভ মিছিলটি। সেই সাথে তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরিশেষে বক্তাগণ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করাসহ সকল প্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। এসময় বিক্ষোভ মিছিলে থানার ছয়টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।








