সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
এস এম শুভ সরকার (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাটাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গান্ধাইল মধ্যপাড়া এলাকার অটোচালক মৃত. মজিবরের ছেলে নুর আলম (৫৫) ও গান্ধাইল উত্তরপাড়ার মৃত. সামেদ মীরের ছেলে চান মিয়া মীর (৬৫)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান জানান, বিকেলে চালক নুর আলম তার অটোরিকশায় যাত্রী নিয়ে পাটাগ্রাম রাস্তা পার হচ্ছিলো। এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরও খবর...
এক ক্লিকে বিভাগের খবর








