জমকালো আয়োজনে পালিত হবে তানজিম আহমেদ ফারাবির সুন্নতে খাতনা
এম এম বুলবুল আহমেদ স্টাফ রিপোর্টার
আগামী ১০/০৬/২০২৫ ইং।তারিখ রোজ মঙ্গলবার
তানজিম আহমেদ ফারাবির সুন্নতের খাত্না অনুষ্ঠিত হবে। তানজিম আহমেদ আরাবির দাদু মো: শহিদুল ইসলাম জানান।তার একমাত্র নাতি তানজিম আহমেদ ফারাবি। শুধু তাই নয় এম মাহমুদ পরিবারের একমাত্র নাতি এবং সবার আদরের নাতি ।এম মাহমুদ পরিবারের আশা তাদের একমাত্র নাতির সুন্নতে খাতনা কে স্মরণীয়।করে রাখতেই এ আয়োজন। তানজিম আহমেদ ফারাবি ঢাকার হোলি ভিশন প্রি ক্যাডেট ইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
তার দাদু মো:শহিদুল ইসলাম বলেন যেহেতু আমাদের আদরের একমাত্র নাতি। এজন্যই বিশেষে অনুষ্ঠানের আয়োজন। তানজিম আহমেদ ফারাবির এই অনুষ্ঠানে।এম মাহমুদ পরিবার আত্মীয়-স্বজন যে যেখানে আছে সবাই। দাওয়াত পাবে। এবং উপস্থিত থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষ ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত থাকবে। প্রভাষক আলী আক্কাস আকাশ। প্রভাষক শফিউল হক বাবলু এবং সাংবাদিক উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ফিরোজ আল আমিন। উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক হাফিজুর রহমান হিরা উপস্থিত থাকবেন প্রভাষক খান বাহাদুর চৌধুরী আরো উপস্থিত থাকবে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহিদুল ইসলাম জানান। যেহেতু তার একমাত্র নাতির সুন্নতে খাতনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি যেন স্মরণীয় হয়ে থাকে এমন কিছুই করবেন। তানজিম আহমেদ ফারাবি সুন্নতে খাতনা অনুষ্ঠানের আয়োজন করেছেন দাদু এবং দাদি। শহিদুল ইসলাম লেবু এবং আয়েশা সিদ্দিকা। This is your first note








