তাড়াশে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত
স্টাফ রিপোর্টার : মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রাধা গোবিন্দ মন্দির থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধা গোবিন্দ মন্দিরে শেষ হয়।
পরে সেখানে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. গোপাল চন্দ ঘোষের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, ওসি জিয়াউর রহমান,
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, আশুতোষ স্যান, শ্যাম সুন্দর প্রমূখ।
জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা ও মন্দিরে গীতাপাঠ, পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।








