হাটে মাঠে ঘাটে যেখানেই যাই নাম শুনি সেলিম ভাই ভাই
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
হাটে মাঠে ঘাটে যেখানে যাই সেখানেই শুনি জননেতা সেলিম ভাই, সেলিম ভাই। কথাগুলো বলছিলেন গান্ধাইল বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাট থেকে কম দামে পন্য কিনে গ্রামে গ্রামে ফেরি করে তা বিক্রি করেন। আজকে জননেতা সেলিম রেজা ওই এলাকায় গহনসংযোগ করতে গেলে সেখানে দেখা ওই ক্ষুদ্র ব্যবসায়ীর নিকটে দোয়া চান সেলিম রেজা। তখনই তিনি বলেন, আপনার নামতো সবার মুখে মুখে। যেখানেই যাই সবাই আপনার কথাই বলে। তিনি আরও বলেন, অনেক মানুষ কয় আ. লীগ তো নাই। তাইলে ভোটের মাঠে এবার যাকে কাছে পামু, আমাগোরে সাথে খোলামেলা কথা কয়, খোঁজ খবর নেয়, এলাকাতেই থাকে, বিপদে কাছে গেলে পাওয়া যাবো এমন নেতাই তো সেলিম রেজা। আর সব তো কাজিপুরে থাকে না। তাই এবার ভোট সেলিম রেজাকেই দিমু। এসব কথা ওই ক্ষুদ্র ব্যবসায়ী হাটে মাঠে ঘাটে যেখানেই যান সেখানেই শোনেন বলে সাংবাদিকদের জানান।
উল্লেখ্য আজকে সেলিম রেজা তারেক রহমানেরর ৩১ দফার প্রচারণার কাজে গান্ধাইলের বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মিরা তার সাথে ছিলেন।








