সিংড়ায় পানিতে ভাসমান যুবকের লাশ উদ্ধার
আবুল বাশার,সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুড়িয়া-ইদ্রাসন গ্রামের মাঝামাঝি এলাকায় রাস্তার ধারে পানিতে ভাসমান অবস্থায় হাবিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত হাবিব উপজেলার ইন্দ্রাসন গ্রামের বাসিন্দা এবং মোঃ রেজাকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধারের পর পুলিশের উপস্থিতিতে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সিংড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








