শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিনাজপুরে আটক ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক সলঙ্গায় বক পাখি অবমুক্ত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার, সম্পাদক আমিনুল হক বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম : / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে গেল ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক, ময়মনসিংহ, মুফিদুল আলম। খেলাধুলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ছাত্র-ছাত্রীদের শারীরিক, মানসিক এবং নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মকে দলগত মনোভাব, নেতৃত্বগুণ এবং অধ্যবসায়ের শিক্ষা দিচ্ছে। এমন আয়োজন তরুণ সমাজকে মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান সিভিল সার্জন, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন, মোহছিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে। পুরো আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনা। ফাইনাল খেলার সময় উভয় দলের ক্রীড়াবিদেরা দক্ষতা ও কৌশলের চমৎকার প্রদর্শনী দেখান, যা দর্শকদের মন জয় করে নেয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে ছিল পেশাদারিত্ব ও ক্রীড়াচেতনার পরিচয়।

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস এর আয়োজনে এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর...
এক ক্লিকে বিভাগের খবর