অবশেষে ধরা পড়ল প্রতিবন্ধী নারী ধর্ষণের আসামি ফরিদুল
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর দেড় মাস ধরে পলাতক প্রধান আসামি অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে। মোঃ ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) নামের এই আসামিকে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীকে উত্ত্যক্ত করত। গত ৩১ আগস্ট, সুযোগ বুঝে সে ভুক্তভোগীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই পাশবিক ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।
ঘটনার পরদিন, ১ সেপ্টেম্বর, ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের খবর পেয়েই এলাকা ছেড়ে পালিয়ে যায় ধূর্ত ফরিদুল। এরপর থেকে সে নিজের অবস্থান গোপন করে পলাতক জীবনযাপন করছিল।
চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই র্যাব-১২ ছায়া তদন্ত শুরু করে। র্যাব-১২ এর অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ দল আসামিকে ধরতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর, গত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, রাত আনুমানিক ১০টায় সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় এক অতর্কিত অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চৌকস দলের সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং সফলভাবে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো








