শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন -জেলা প্রশাসক মফিদুল আলম
গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তিনি গফরগাঁও উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।
শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো, সহকারী শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।
স্থানীয় শিক্ষকদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষাপ্রেম ও মাঠপর্যায়ে প্রশাসনের সম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।








