ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত
এনামুল হক ছোটনঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে ময়মনসিংহ জেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে গত (৫-৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের নিয়ে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং সাথে উপস্থিত ছিলেন উম্মে হাবীবা মীরা, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, ময়মনসিংহ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন সাইফুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার, ময়মনসিংহ, মো: আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), মো: হারুন-অর-রশিদ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্ত, ময়মনসিংহ, নাজনীন আকতার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ। ৪২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চেয়ারম্যানবৃন্দ বিভিন্নভাবে গ্রাম আদালত পরিচালনা করেন, কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ করননা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রাম আদালত পরিচালনা করার জন্য তিনি চেয়ারম্যানদের অনুরোধ করেন। প্রশিক্ষনে গ্রাম আদালত আইন-বিধিমালাসহ গ্রাম আদালত পরিচালনার প্রক্রিয়া বিস্তারিতভাবে হাতে-কলমে শেখানো হয়।








