শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিনাজপুরে আটক ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের পক্ষে জামায়াতের উঠান বৈঠক সলঙ্গায় বক পাখি অবমুক্ত করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ভোটের মাঠে ধানের শীষ প্রতীকে লড়বেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন; সভাপতি আবুল বাশার, সম্পাদক আমিনুল হক বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে যা বললেন সেলিম রেজা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিবেদকের নাম : / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে সোমবার (২৮ এপ্রিল) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঞ্চালনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ এবং নতুন বাজার ও গাঙ্গিনাপাড়ের ফুটপাতে হকার পুনর্বাসন প্রক্রিয়া কাজ চলমান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বর্তমানে তেরো শতাধিক প্রকল্প চলমান রয়েছে যাতে শতভাগ পরিবেশ সংরক্ষণ নীতিমালা মানা হচ্ছে। সড়ক ও জনপদ বিভাগ জানান, কেওয়াটখালী ও রহমতপুর ব্রীজ এর জমি অধিগ্রহণ শেষে কাজ চলমান রয়েছে এবং ব্রহ্মপুত্র নদের উপর জিরো পয়েন্ট দিয়ে সম্ভাব্য নির্মিত ব্রীজ এর সম্ভাব্যতা যাচাই পরীক্ষা চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, রবিশস্য গম, ডাল, ভুট্টা ও পিয়াজ চাষে প্রণোদনা প্রদান, তেল জাতীয় শস্য উৎপাদনে কৃষকদের উৎসাহ প্রদান করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আসন্ন কুরবানির ঈদে কুরবানির জন্য ময়মনসিংহ বিভাগে চাহিদার তুলনায় প্রায় পঞ্চাশ হাজার গবাদিপশু বেশি প্রস্তুত রয়েছে। এছাড়াও পরিবেশ দূষণ রোধ ও চামড়ার যাতে ক্ষতি না হয় তার জন্য পেশাদার কসাই, মৌসুমি কসাই ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বন অধিদপ্তর জানায়, সীমান্তে বন্য হাতির উৎপাত বেড়েছে। বুনো হাতিরা আলোর মশাল ভয় পায়। তাই বুনো হাতি লোকালয়ে প্রবেশ করে যাতে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ মশাল বাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জানান, স্বাস্থ্য সেবা অনুদান বিষয়ক সকল প্রক্রিয়া ২০২৫ সালের জানুয়ারি থেকে অনলাইনে সম্পাদন করা হচ্ছে এবং এ অনুদান চল্লিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছে।

সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর...
এক ক্লিকে বিভাগের খবর